বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচের আগে শুক্রবার ৭ অক্টোবর থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
রাত পোহালেই সে বাংলা ওয়াশ ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শুক্রবার সকাল ৮ টায় শুরু হবে ম্যাচটি।
বাবর আজমের দলের বিপক্ষে কি করবে সাকিবের বাংলাদেশ? টি-টোয়েন্টিতে বারবার নুয়ে পড়া, এই সেদিন দুবাইতে আরব আমিরাতের মত অনভিজ্ঞ, অদক্ষ, অপরিণত দলের সঙ্গে প্রথম ম্যাচ জিততেও যথেষ্ঠ ঘাম ঝরেছে টাইগারদের। পরে সাত রানের এক স্বস্তির জয়ে মাঠে নুরুল হাসান সোহানের দল।
সেই দল মুখোমুখি পাকিস্তানের। যে দলের দুই ওপেনারের নাম বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান, সেই দল বাংলাদেশের চেয়ে কতটা এগিয়ে, খালি চোখেই তা দেখা যায়।
কিন্তু আসলে কি তাই? পাকিস্তান দলটির মিডল অর্ডারে যে বিরাট শূন্যতা। হায়দার আলি, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলি আর সাদাব খানরা যে সবাই ঘোর বিপদে যাওয়া-আসার পালায় অংশ নেয়া পথিকের মতো!
তাদের যে কারো টি-টোয়েন্টি ফরম্যাটে ফিফটি নেই তা নয়। আছে; কিন্তু সবই দলের ভালো সময়ে। অর্থ্যাৎ, শক্ত ভীতের ওপর দাঁড়িয়ে। দুর্বল ভাঙ্গাচোরা অবস্থায় সবাই জবুথবু। আড়ষ্ঠ। কঠিন বিপদে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হওয়ার সামর্থ্য বেশ কম সবার। আর তাই পাকিস্তানের সাম্প্রতিক পারফরমেন্স সে অর্থে ভালো না।মিডল অর্ডারে সাকিব, আফিফ, মোসাদ্দেক আর সোহানকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এদের দু’জন হলে খুব ভাল, না হয় অন্তত একজনকে শেষ বল পর্যন্ত খেলতে হবে, সেটা আগে পরে যখনই হোক না কেন। আর সর্বোপরি বোলারদের প্রথম কাজই হবে বাবর ও রিজওয়ানের উদ্বোধনী জুটি ভাঙ্গা। সাকিবের দল এ কাজগুলো ঠিকমত পারলে বাংলাদেশের জয় অসম্ভব নয়।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন