বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমারগো  আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। -ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটু যুবদল নেতা টিপুর দিকনির্দেশনা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া আ’লীগ দোসরদের সংঘবদ্ধ হামলায় আহত ৪, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা মিঠুর নেতৃত্বে একটি বিশাল মিছিল ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না : মামুন মাহমুদ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন ফতুল্লায় চেম্বার নেতৃবৃন্দের লিফলেট বিতরণ ফতুল্লা সস্তাপুরে কাস্টমস কর্মকর্তা মারফের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঝাড়ু মিছিল নারায়ণগঞ্জে শ্রমিকদের নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ ফতুল্লায় সেচ্ছাসেবক দলের নেতা মামুনের রুহের মাগফেরাত কামনায় দোয়া

বিভিন্ন ভাষাভাষী মানুষ আমাদের সাহিত্যকে জানুক : প্রধানমন্ত্রী

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : বইমেলা প্রস‌ঙ্গে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা বলেছেন, ‘একুশের গ্রন্থমেলা বলেন, আর বইমেলাই বলেন, বইমেলা বলতেই বেশি আপন আপন মনে হয়। আমি চাই, আমাদের সাহিত্যের আরও অনুবাদ হোক। বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষ আমাদের সাহিত্যকে জানুক, আমাদের সংস্কৃতিকে জানুক। বাংলা একাডেমি এ বিষয়ে যথেষ্ট উদ্যোগ নিয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বি‌কে‌লে মাসব্যাপী অমর একু‌শে বই মেলার উদ্বোধনীয় অনুষ্ঠা‌নে তি‌নি এসব কথা ব‌লেন। অনুষ্ঠা‌নের শুরু‌তেই জাতীয় সঙ্গীত ও সূচনা সঙ্গীত প‌রি‌বেশন করা হয়। মহান ভাষা আন্দোল‌নে শহীদ‌দের প্র‌তি শ্রদ্ধা জা‌নি‌য়ে দাঁড়ি‌য়ে এক মি‌নিট নীরবতা পালন করা হয়।

শেখ হা‌সিনা ব‌লেন, ‘আমাদের শিল্প, কলা, সাহিত্য, সংস্কৃতিকে আমরা আরও উন্নতমানের করে শুধু আমাদের দেশে না, বিশ্ব দরবারে পৌঁছে দিতে চাই।’

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন- বাংলা একা‌ডেমির সভাপ‌তি ও জাতীয় অধ্যাপক ড. আনিছুজ্জামান। অনুষ্ঠা‌নে সূচনা বক্তব্য রা‌খেন, বাংলা একা‌ডেমির মহাপ‌রিচালক ক‌বি হা‌বিবুল্লা সিরা‌জি।

সংস্কৃতি বিষয়ক প্র‌তিমন্ত্রী কে এম খা‌লিদ এবং পুস্তক প্রকাশ ও বি‌ক্রেতা‌দের পক্ষ থে‌কে বক্তব্য রা‌খেন আরিফ হো‌সেন ছোটন। অনুষ্ঠানে ১০ জনকে বাংলা একা‌ডেমি সা‌হিত্য পুরস্কার তু‌লে দেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। এবার পুরস্কা‌রে অর্থের পরিমাণ বাড়া‌নো হ‌য়ে‌ছে। এবার অর্থমূ‌ল্য হ‌চ্ছে তিন লাখ টাকা।

বই মেলার উদ্বোধনী অনুষ্ঠা‌নে বঙ্গবন্ধু র‌চিত ‘আমার  দেখা নয়া চীন’ গ্রন্থটির মোড়ক‌ উন্মোচন ক‌রেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ প্রকাশিত হলেও চীন সফরের অভিজ্ঞতা নিয়ে লেখাটি সব থেকে পুরনো বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

মুজিববর্ষ উপলক্ষে এবারের একুশে গ্রন্থমেলা উৎসর্গ করা হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

লেখক-প্রকাশক-পাঠকদের সবচেয়ে বড় আয়োজন অমর একুশের গ্রন্থমেলা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ৮ লাখ বর্গফুট জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এবারের বই মেলা। এবার সমগ্র মেলা প্রাঙ্গণে মুজিববর্ষ উদযাপনের ছোঁয়া লেগেছে। নানন্দিকভাবে সাজানো হয়েছে এবারের মেলা প্রাঙ্গণ।

এবারের গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ১২৬টি প্রতিষ্ঠানকে ১৭৯টি স্টল ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩৪টি প্রতিষ্ঠানকে ৬৯৪টি স্টলসহ মোট ৫৬০টি প্রতিষ্ঠানকে ৮৭৩টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া বাংলা একাডেমিসহ ৩৩টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ৩৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে।

লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান অংশে। ১৫২টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ ছাড়াও ৬টি উন্মুক্ত স্টল রাখা হয়েছে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা।

ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। আর ছুটির দিনে মেলা খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ গ্রন্থমেলা খোলা থাকবে। প্রতিদিন বিকেল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে সেমিনার অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জাতির পিতাকে নিয়ে ২৫টি বই প্রকাশ করেছে বাংলা একাডেমি। নতুন এসব বই নিয়েও আলোচনা করা হবে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বুধবার, ২০ আগস্ট, ২০২৫
২৬ সফর, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১৭
সূর্যোদয়ভোর ৫:৩৬
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:২৭
এশা রাত ৭:৪৬

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD