মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম :
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত নাশকতা মামলায় নারায়নগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা জামিন।
রবিবার( ৩ নভেম্বর)সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে হাজির হয়ে আত্মসমার্পণ করে জামিনের জন্য আবেদন করে সাখাওয়াত ইসলাম রানা বিচারক আসামীর জামিন মঞ্জুর করেন।
জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে মহানগন বিএনপির সহ-সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন খান জানান, ২০১৮ সালের জুন মাসের সদর থানার দায়েরকৃত একটি নাশকতা মামলায় আদালতে আত্মসমার্পণ করে জামিনের জন্য আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন রানা বলেন, শুধু আমরা জামিন পেলেই চলবে না। দেশনেত্রী ও আমাদের মা বেগম খালেদা জিয়ারও জামিন করতে হবে। তাহলেই দল শক্তিশালী হবে। আমরা আবারো আমাদের পূর্ণ শক্তি নিয়ে এই অগণতান্ত্রিক সরকারের কাছ থেকে জনগণের জিম্মি দশার মুক্তির লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে চাই। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মোল্লা, জেলা মহানগরের মুক্তি প্রজন্ম ৭১ এর যুগ্ন সম্পাদক রাসেল আহমেদ মন্টু, জেলা মহানগরের মুক্তি প্রজন্ম ৭১ এরসহ সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, এ্যাড, মো. মাঈন উদ্দিন প্রমুখ।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
এশা | রাত ৭:৪৭ |
আপনার মতামত কমেন্টস করুন