বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
সোনারগাঁয়ে এসিল্যান্ডের গাড়ি চাপায় ওয়াহিদ হোসেন দিলীপ (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মার্চ) উপজেলার আমিনপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াহিদ হোসেন দিলীপ সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মসলেউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।
আহত অবস্থায় দিলীপকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে পথিমধ্যেই তিনি মারা যান।
নিহতের ভাতিজা জোবায়ের হোসেন জানান, দিলীপ কামাল ভূঁইয়া মার্কেটে দোকান নিয়ে টাইলসের ব্যবসা করতেন। রবিবার বিকেলে তিনি আদমপুর বাজারে যাচ্ছিলেন। পথে আমিনপুর এলাকায় সাদা রঙের সোনারগাঁ উপজেলা এসিল্যান্ড মো. ইব্রাহিমের সরকারি গাড়ি দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। এসময় গাড়িতে থাকা এসিল্যান্ড ও গাড়িচালক গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। গাড়িতে ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট’ লেখা ছিল।
এ বিষয়ে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এসএম কামরুজ্জামান বলেন, এসিল্যান্ডের চাপায় এক জন নিহত হয়েছেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন