সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
গ্রেপ্তারকৃতরা হলেন- আটি ওয়াপদা কলোনি এলাকার মৃত গিয়াস উদ্দিন গেসুর ছেলে রবিউল (৩২), একই এলাকার মৃত আঃ জব্বার মুন্সির ছেলে মোঃ আজিজুল ইসলাম (২২), আনোয়ার হোসেনের ছেলে মোঃ আদনান ওরফে আদু (২৩), দেলোয়ারে ছেলে মুসা (২২) ও সোনারগাঁও থানার মৃত বাচ্চু শেখের ছেলে মোঃ হাফিজ শেখ (২৩)।
পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে কাটার, সুইস গিয়ার, চাকু, রামদা ও লোহার রড উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সর্দার সাহেব আলীসহ আরও দুই সদস্য পালিয়ে গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর বলেন, একটি চক্র ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবরে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে অভিযুক্তদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ২৪ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৫ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
এশা | রাত ৭:৪৮ |
আপনার মতামত কমেন্টস করুন