বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে কোমল মিনিবাস থেকে মছিবুর রহমান (৩৬) নামের এক হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) চিটাগংরোডস্থ শিমরাইল মোড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মছিবুর রহমান ঢাকার বাড্ডার মগারদিয়া এলাকার মজিবুরের ছেলে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে কোমল মিনিবাস (যার নং-ঢাকা ১২১২) এর ভেতরে ঘুমিয়ে পড়ে মছিবুর। আজ সকালে বাসের অন্যান্য স্টাফরা তাকে ডাকতে গিয়ে দেখতে পান তার নিথর দেহ বাসে পড়ে আছে। পরে তারা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গাড়ির অন্যান্য স্টাফদের ধারণা, হয়তো ঘুমন্ত অবস্থায় তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু তা জানার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন