মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আরিফ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার (৪ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরিফ হোসেন আষাঢ়িয়ারচর এলাকার মো. স্বপন মিয়ার ছেলে।
বিকেলে র্যাব-১১ সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গ্রেফতার আসামি মো. আরিফ হোসেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকা থেকে ২০১৭ সালে মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়। পরবর্তীতে সে জামিনে বের হয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকে। পলাতক আদালত তাকে ৫ বছরের সাজা প্রদান করে। গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ একটি দল আসামির অবস্থান শনাক্ত করে বুধবার সকালে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
এশা | রাত ৭:৪৭ |
আপনার মতামত কমেন্টস করুন