সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
আড়াইহাজার প্রতিনিধিঃ আড়াইহাজারে নিষেধ অমান্য করে ইলিশ মাছ শিকারের দায়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে বিশনন্দী, চৈতনকান্দা, টৈটিয়া, দয়াকান্দা, খাগকান্দা, কালাপাহাড়িয়ার বিভিন্ন এলাকা মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, খাগকান্দা নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোর্শেদ, সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। অভিযানে সহযোগিতা করেন খাগকান্দা নৌপুলিশ ফাড়িঁ, আনসার ও থানা পুলিশ।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, সকালে ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে অভিযান শুরু হয়। এই সময় সাড়ে ৩ লাখ মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত কারেন্ট জাল বিশনন্দী ফেরীঘাটে জনসম্বুখে পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ গুলো স্থানীয় ইতিমখানায় দিয়ে দেওয়া হয়। অভিযান প্রতিদিন চলবে বলেও তিনি জানান।
Dhaka, Bangladesh সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৫ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
এশা | রাত ৭:৪৮ |
আপনার মতামত কমেন্টস করুন