মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
আড়াইহাজারে এক গৃহবধূকে মুখ চেপে ধরে বাথরুমের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে থানায় দুই ব্যক্তিকে আসামি করে রোববার রাতে একটি মামলা করেছেন।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ শামীম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি সাতগ্রাম ইউনিয়নের নোয়াদ্দা এলাকার আসকর আলীর ছেলে। তিনি এক সন্তানের বাবা। এ ঘটনায় তার সহযোগী আনোয়ার নামে এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে। তবে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তিনি নরসিংদী থানাধীন টানপাথরপাড়া এলাকার আরমানের ছেলে।
সোমবার বেলা ১১টায় গ্রেফতারকৃত শামীমকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে তাকে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।
আড়াইহাজার থানার ওসি আনিসুর রহমান মোল্লা মামলার বিষিয়টি নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরেই গৃহবধূকে উত্যক্ত করে আসছিল। গত ২৫ আগস্ট তার স্বামী বাড়িতে ছিলেন না। এ সুযোগে রাতে নির্যাতিতার বসতঘরের বাথরুমের পাশে আগে থেকে লুকিয়ে অবস্থান করছিল শামীম। গৃহবূধ বাথরুমে ভেতরে প্রবেশের সময় তাকে পেছন দিক থেকে মুখ চেপে ধরে। একপর্যায়ে বাথরুমের ভেতরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ সময় বাইরে দাঁড়িয়ে ছিলেন তার সহযোগী আনোয়ার। এ সময় কিছুক্ষণ পর গৃহবধূর স্বামী বাড়িতে এসে ডাকাডাকি করে তাকে না পেয়ে বাথরুমের দিকে এগিয়ে গেলে দরজা ভেতরে থেকে বন্ধ দেখতে পেয়ে তার সন্দেহ হয়। একপর্যায়ে দরজা খোলে পাওয়ারলুম শ্রমিক শামীম ও তার সহযোগী দৌঁড়ে পালিয়ে যায়।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
এশা | রাত ৭:৪৭ |
আপনার মতামত কমেন্টস করুন