সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
আড়াইহাজারে বাইসাইকেল চালককে বাঁচাতে গিয়ে আজিজুল ইসলাম মোল্লা (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে আড়াইহাজার-মদনপুর সড়কের মারুয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল ইসলাম উপজেলার খাগকান্দা গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে। তারা সপরিবারে ঢাকায় বসবাস করেন। আজিজুল ঢাকা থেকে আড়াইহাজারের বাড়ি বেড়াতে আসছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, আজিজুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে আড়াইহাজারের দিকে আসছিলেন। মারুয়াদী আসার পর অপর দিক থেকে আসা এক বাইসাইকেলচালক হঠাৎ তার মোটরসাইকেলের সামনে চলে আসেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আজিজুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
Dhaka, Bangladesh সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৫ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
এশা | রাত ৭:৪৮ |
আপনার মতামত কমেন্টস করুন