মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
সোনারগাঁ উপজেলার বারদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধুর নাম শাহিদা বেগম (৪৫)। তিনি বারদী ইউনিয়নের আলগীর চর গ্রামের জাহাঙ্গীর রহমানের স্ত্রী।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহিদা বেগমের ভাসুর ব্যবসায়ী মোঃ সাদেকুর রহমানের সাথে একই গ্রামের হাবিবুর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিল বহুদিন ধরে। এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাবিবুর ও তাঁর ১২-১৫ জন মিলে সাদেকুরের লোকজনের ওপর হামলা চালান। এ ঘটনায় শাহিদা বেগমসহ সাদেকুর রহমানের ১০ জন লোক আহত হয়। এ ঘটনায় গতকাল রাতেই সাদেকুর বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে এর আগেও বিভিন্ন সময় সাদেকুর ও হাবিবুরের মধ্যে ঝগড়া হয়েছিল। জমির বিরোধ মীমাংসায় গতকাল স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে সালিসের আয়োজন করা হয়। হাবিবুর সালিসে উপস্থিত না হয়ে টেঁটা, বল্লম, লোহার রড, হকিস্টিক, রামদা ও লাঠিসোঁটা নিয়ে জমি দখলের চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় হাবিবুরের নেতৃত্বে ১২-১৫ জনের একটি দল সাদেকুরের স্বজনদের ওপর হামলা চালায়। এ সময় রামদা, হকিস্টিকের আঘাতে ও টেঁটাবিদ্ধ হয়ে শাহিদা বেগম, মোঃ মনির হোসেন, দেলোয়ার হোসেন, হামিদা, শারমিন, রেজাউল, শাকিলসহ ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে শাহিদা গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া আহত দেলোয়ার হোসেনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে আহত ব্যক্তিদের মধ্যে শাহিদা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
এশা | রাত ৭:৪৭ |
আপনার মতামত কমেন্টস করুন