শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
সোনারগাঁ উপজেলার একটি ইলেকট্রনিক্সের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
রবিবার (৩ জানুয়ারি) বেলার ১১টার দিকে মোগরাপাড়ায় কনকা ইলেকট্রনিক্স কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
সোনারগাঁয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আরেফিন জানান, কনকা ইলেকট্রনিক্সের ওই কারখানায় আগুনের সূত্রপাত হওয়ার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
কারখানাটির শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরপরই আগুন লাগে। এতে অনেক ক্ষয়ক্ষতি হবে বলে মনে হচ্ছে। আতঙ্কে কারখানার ভেতর থেকে শ্রমিকরা দৌড়ে বেরিয়ে আসেন।
শ্রমিকরা জানিয়েছেন, তাদের কারখানায় ফ্রিজ ও টিভি তৈরি করা হতো। টিভি ও ফ্রিজ তৈরির পর মজুদ করে রাখা ছিল। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ মেঘনা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ২৯ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
এশা | রাত ৭:৪৩ |
আপনার মতামত কমেন্টস করুন