মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
আড়াইহাজারে গলায় ওড়না পেঁচিয়ে সানজিদা মীম (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি পরিবারের লোকজন।
শনিবার (১৪ নভেম্বর) দিনগত রাতে উপজেলার গোপালদী পৌরসভার গোপালদী বাজারের একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। মীম উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামের মোবারক হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, শনিবার রাতের কোনো একসময় মীম তার শোয়ার রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। সকালে তার মা-বাবা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মীমের মা-বাবার কোনো অভিযোগ না থাকায় তারা নিজ দায়িত্বে মরদেহ নিয়ে যান। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
এশা | রাত ৭:৪৭ |
আপনার মতামত কমেন্টস করুন