মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : আড়াইহাজারে ডাকাত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। রবিবার ১ মার্চ গভীর রাতে আড়াইহাজারের নোয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার ২ মার্চ সকালে মামলা করে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- আলমগীর (৫৩), আমজাদ (২০), সোহাগ (১৯), হাসান (১৯) ও তৈয়ব আলী (৩৫)।
এদের মধ্যে- ডেমরা থানাধীন মাতুয়াইল মাদরাসা বাজার এলাকার মেহের আলীর ছেলে আলমগীর (৫৩), ভোলা জেলার লালমহন থানাধীন নয়নি এলাকার সিদ্দিকের ছেলে আমজাদ (২০), স্থানীয় উচিৎপুরা এলাকার শফিকুলের ছেলে সোহাগ (১৯), নগরডৌকাদী এলাকার শাহআলমের ছেলে হাসান (১৯) ও শালমদী এলাকার নোয়াব আলীর ছেলে তৈয়ব আলী (৩৫)।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা অস্ত্রশস্ত্র নিয়ে আশপাশের কোনো বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ধৃত ব্যক্তিরা নোয়াপাড়া এলাকায় অবস্থিত ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের আশপাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, একটি শাবল, একটি তালা কাটার হ্যামার ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
এশা | রাত ৭:৪৭ |
আপনার মতামত কমেন্টস করুন