বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জের দেওভোগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন সীমান্ত (২০) নামে এক কলেজ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ছয়টার দিকে দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে এ ঘটনা ঘটে।
আহত সীমান্ত নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে। তিনি রাজধানীর একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
সীমান্তর বাবা হাজী আলম জানান, ভোরে কলেজে যাওয়ার পথে ছিনতাইকারীরা তার পথরোধ করে ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা সীমান্তকে মাথা, পেট ও পায়ে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাজী আলম বলেন, “আমরা এ ঘটনায় থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন