বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে মোঃ রিয়াজ নামে এক অটোচালক নিহতের ঘটনায় ফতুল্লা মডেল থানায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে প্রধান আসামী করে মামলা দায়ের হয়েছে। বুধবার সকালে নিহতের স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে ১৯২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও তিনশ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামীরা হলেন- শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম।
নিহত রিয়াজ ভোলা জেলার দৌলতখান থানার চরখলিফা মিনারবাড়ি গ্রামের আবদুর রবের ছেলে। পরিবার নিয়ে সে ফতুল্লার বক্তাবলী পূর্ব গোপালনগর গ্রামে বসবাস করতেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় আসামীরা বিভিন্ন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার উপর হামলা করে এবং বোমার বিস্ফোরণ ঘটনায়। ওই সময় ভয়ে দৌড়ে পালানোর সময় রিয়াজ বুকে গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার সময় যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে স্থাপিত অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে লাশ মাতুয়াইল কবরস্থানে দাফন করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, অটোচালক রিয়াজ হত্যার ঘটনায় মামলা রুজু হয়েছে। মামলায় কোন অসঙ্গতি থাকলে তদন্তে সেগুলো বেরিয়ে আসবে এবং সেগুলো সংশোধন করে নেওয়া হবে।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন