বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে অবস্থিত ক্রিয়েটিভ এমব্রয়ডারি নামের অবৈধ কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের পরিচালিত ভ্রাম্যমান আদালত। এ সময় কারখানাটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে।
রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার, মোঃ মোনাব্বর হোসেনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি এবং নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক অভিযান চালায়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রবিবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন