বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
‘কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক ছাত্র প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে গণসংহতি আন্দোলন। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১২টায় শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগারের মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
সভাটি চলে বিকেল ৫টা পর্যন্ত। এসময় নারায়ণগঞ্জ নিয়ে উপস্থিত ছাত্র প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। পাশাপাশি বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের দ্বারা সংগঠিত বিভিন্ন অপরাধের কথাও তুলে ধরেন তারা। তবে বিগত সরকারের আমলে এ বাম ছাত্র সংগঠনটি তাদের কোন দাবি দাওয়া উত্থাপন করেনি। উত্থাপিত দাবিগুলোর বেশির ভাগই গত ১৫ বছরে বিগত সরকারের আমলেই সমাধান করা যেতো। বরং বাম এই ছাত্র সংগঠনটি অতীতে অন্যান্য বাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ দলীয় একজন জনপ্রতিনিধির ভোকাল হিসেবে ব্যবহৃত হয়েছে।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশন এর সভাপতি ফারহানা মানিক মুনা, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন আলম, আবদুল আল মামুন, সিদ্ধিরগঞ্জ কমিটির মাহমুদ কলি হারুন, জিয়াউর রহমান জয়, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান, সৌরভ সেন, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, মানবাধিকার কর্মী নাজমুল হাসান রুমি প্রমুখ।
নারায়ণগঞ্জ নিয়ে শিক্ষার্থীদের চাওয়া এবং বিভিন্ন অভিযোগ-
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন