শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বন্দর থানায় মামলা হয়েছে। রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে মামলাটি করেছেন মোঃ নূরুল ইসলাম মোল্লা। মামলার আরজিতে বন্দরের মদনপুর কলাবাড়ি এলাকা তার বর্তমান ঠিকানা বলে উল্লেখ করেন।
মামলার বাদি নূরুল ইসলাম মোল্লা জানান, এবিএম খায়রুল কবির বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন সরকারের কর্তাব্যক্তিদের সাথে ষড়যন্ত্র করে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে কার্ষ্টিং ভোট প্রদান করেন। চার-তিনে মেজরিটি হয়ে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতায় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় হয়। এই সংক্ষিপ্ত রায়ের উপর ভিত্তি করে সরকার তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করে সংবিধান থেকে তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা বাতিল করেন। বিষয়টি অবগত হয়ে সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জানান, নূরুল ইসলাম মোল্লা নামে জনৈক ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের খবর শুনে স্বতঃস্ফুর্ত ভাবে সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি এবিএম খায়রুল হকের নামে মামলা করেছেন।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ |
এশা | রাত ৭:৪৪ |
আপনার মতামত কমেন্টস করুন