শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-এর প্রধান ফটকে তালা ছয় দিন পর খুলেছে। রোববার (১১ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের অনুমতিতে শিক্ষার্থীদের সাথে নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রবেশ করেন মুক্তিযোদ্ধারা। এ সময় পুরো ভবনটি লন্ডভন্ড ও আসবাবপত্র ভাংচুরে দৃশ্য দেখে কান্না ভেঙ্গে পড়ে উপস্থিত মুক্তিযোদ্ধারা। শেখ হাসিনা ৫ আগষ্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। এরপর দুপুর থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে তান্ডবলীলা চলে।
প্রত্যক্ষদর্শী ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর দারোয়ান জানান, বিকালে হঠাৎ করে দুবৃর্ত্তরা ইট পাটকেল নিক্ষেপ করে প্রবেশ করে। এ সময় ভবন প্রতিটি গ্লাসের দরজা, আসবাবপত্র ও মুক্তিযোদ্ধাকালীন বীরদের ছবি ভাংচুর চালায়। শেষে কমপ্লেক্সের সামনে একটি ছাউনি আগুন দিয়ে জ¦ালিয়ে তালা লাগিয়ে দেয়া হয়।
গতকাল রোববার নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও জেলা প্রশাসকের অনুমতিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা নেতৃত্বে কয়েকজন কমান্ডার ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা তালা খুলে প্রবেশ করে। এ সময় সকলের ভবন পরিদর্শন করে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করে।
উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের নারায়ণগঞ্জ সদর উপজেলা শাখার কমান্ডার শাহজাহান ভুইয়া জুলহাস, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার শেখ দেলোয়ার হোসেন দেলু, ১৭নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরউদ্দিন আহম্মেদ, গোগনগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মনির হোসেন ও এনায়েতনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রমিজউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক শরীফ উদ্দিন সবুজ।
নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা জানান, ৫ আগষ্ট বিকালে দুবৃর্ত্তদের হামলা ভাংচুর চালিয়ে তান্ডব চালিয়েছে। তারা মুক্তিযুদ্ধকালীন বীর শ্রেষ্ঠদের ছবিগুলো ভেঙ্গে ফেলেছে। রোববার শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রবেশ করে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ চলছে।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ |
এশা | রাত ৭:৪৪ |
আপনার মতামত কমেন্টস করুন