রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার মামলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফতুল্লা থানার সহ-সভাপতি হা্জ্বী মোঃ গোলাম কাদিরের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৬ আগস্ট) নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে এ জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনে মুক্তি পেয়ে কারাগারের সামনে সংক্ষিপ্ত এক বক্তব্যে ফতুল্লা থানা জাসাসের সহ-সভাপতি হাজ্বী মোঃ গোলাম কাদির বলেন, “আমাদের দেশটা দীর্ঘ সময় ধরে অরাজকতা ও জুলুমের মধ্য দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ গতকাল আমরা সবকিছু থেকে মুক্তি পেয়েছি তার জন্য মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের এই জুলুমের হাত থেকে রক্ষা করতে যে সমস্ত মানুষ নিহত হয়েছে তাদের অবদান আমরা কখনো ভুলব না। আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। পাশাপাশি দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমার, আপনার সকলের। কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা সংঘাত চাইনা শান্তি চাই। সকলে মিলেমিশে একটি শান্তিপূর্ণ দেশ গড়তে চাই।”
এসময় কারাগারের সামনে বহুসংখ্যক নেতাকর্মী জাসাস ফতুল্লা থানার সহ-সভাপতি হাজ্বী মোঃ গোলাম কাদিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ১ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৯ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৪ |
এশা | রাত ৭:৪২ |
আপনার মতামত কমেন্টস করুন