শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
সারাদেশে কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের আত্মার রূহের মাগফিরাত কামনা করে খাঁনকা শরীফ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) ফতুল্লার লালখাঁর খাঁনকা শরীফ জামে মসজিদে জোহরের নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলের আগে সংক্ষিপ্ত এক বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রতন হোসেন বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। এই জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলের শুরুতেই জালিমের সকল প্রকার জুলুমের থেকে দেশ মুক্ত হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে এবং এ মুক্তির আন্দোলনে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় মিলাদ মাহফিল শেষে খাঁনকা শরীফ জামে মসজিদে আগত বহুসংখ্যক মুসল্লী, মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জু, মোঃ ইউছুফ আলী সরকার, মোঃ আলীম খান, নূর ইসলাম খান, মোঃ হাসান, মোঃ বশির, মোঃ রাসেল, মোঃ বাবু, মোঃ রাব্বি, অনিক দাস, মোঃ নাজিম উদ্দিন ও মোঃ আসিফ প্রমুখ।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ |
এশা | রাত ৭:৪৪ |
আপনার মতামত কমেন্টস করুন