শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পরীক্ষাকেন্দ্রে গাঁজা নিয়ে ঢোকায় এক এইচএসসি পরীক্ষার্থীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার এই দণ্ডের আদেশ দেন।
কারাদণ্ড পাওয়া ওই শিক্ষার্থী আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের ছাত্র। তার কাছে কাগজে মোড়ানো এক পুরিয়া গাঁজা পাওয়া যায়।
এছাড়া পরীক্ষা চলাকালীন নকল করতে গিয়ে আরও দুই পরীক্ষার্থী আটক হন। পরে তাদের বহিষ্কার করার নির্দেশ দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। তাদের একজন পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের ছাত্র এবং অপরজন সলিমদ্দিন চৌধুরী কলেজের ছাত্র।
কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, ইংরেজি প্রথম পত্র পরীক্ষার দিন এক পরীক্ষার্থীর পকেট তল্লাশি করে গাঁজা পাওয়া যায়। তাকে কারাদণ্ড এবং অপর দুই শিক্ষার্থীর কাছে নকলের চিরকুট পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ |
এশা | রাত ৭:৪৪ |
আপনার মতামত কমেন্টস করুন