শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
শীতলক্ষ্যায় নিখোঁজ বাস চালক আল আমিন (২৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের যৌথ অভিযান চালিয়ে এ মরদেহ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাটের পল্টুন থেকে পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হয় আল আমিন।
নিহত আল আমিন ফতুল্লা থানার মাসদাইর গোরস্থান এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। সে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে আনন্দ পরিবহনে চালক হিসেবে কর্মরত ছিলেন।
জানাগেছে, বৃহস্পতিবার রাতের বন্ধুদের সাথে মাদক সেবন করে আল আমি। মাদক সেবনের পর নিয়ন্ত্রণ হারিয়ে পা ফসকে নদীতে পরে নিখোঁজ হয় সে। পরে বন্ধুরা পুলিশকে অবহিত করলে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ১২ ঘন্টা পর সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ নৌ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহর মাথায় আঘাতের চিহ্ন আছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করতে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ |
এশা | রাত ৭:৪৪ |
আপনার মতামত কমেন্টস করুন