শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৬ জুন) দুপুরে মামুনুল হক নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত এক হাজার টাকা বন্ডের প্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন। এর আগে ব্যক্তিগত আইনজীবী ও দলীয় কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে দুপুর ১২টার দিকে আদালতে উপস্থিত হন মামুনুল হক।
জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আসামি মামুনুল হকের আইনজীবী এ কে এম ওমর ফারুক নয়ন।
তিনি জানান, শারীরিকভাবে অসুস্থ থাকার মামুনুল হক মঙ্গলবার আদালতে হাজির হতে পারেননি। বিধায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে চিকিৎসক তাকে সাতদিনের পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আজ মামুনুল হক আদালতে উপস্থিত হয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র উপস্থাপন করে অসুস্থতার বিষয়টি অবগত করে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন বলে জানান তার আইনজীবী।
এর আগে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে আদালত মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ |
এশা | রাত ৭:৪৪ |
আপনার মতামত কমেন্টস করুন