শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
চাঁদপুরে প্রবাসীর পাঠানো স্বর্ণালংকার আত্মসাত করা মামলায় প্রতারক মোঃ মিলনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার চাঁদপুর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে হাজির হলে তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।
সে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের মিজান খা’র ছেলে।
মামলার বিবরণে জানানযায়, মোঃ খোকন গাজী দীর্ঘ ২০ বছর যাবত আরব আমিরাত প্রবাসী। তারই আপন মামাতো ভাই মিলন বিগত ৬ জানুয়ারি দেশে আসার সময় তার কাছে ১০০ গ্রাম ১৯ পয়েন্ট স্বর্ণ (যার তৎকালীন বাজার মূল্য ৯ লক্ষ ৯০ হাজার টাকা) বাড়িতে পরিবারের নিকট পৌছে দিতে দেওয়া হয়। দেশে আসার পর সেই স্বর্নালংকার বুঝিয়ে না দিয়ে নানান তালবাহানা করতে থাকে।
এতে ভুক্তভোগী পরিবার স্থানীয়ভাবে সালিশি বৈঠকের মাধ্যমে কোন সুরাহা না হলে তার বিরুদ্ধে চাঁদপুর আমলী আদালতে মামলা করা হয়। মামলার বাদী খোকন গাজীর ছোট ভাই খোরশেদ গাজী। মামলা নং- ২০৪/২৪, তারিখ- ৪/৩/২০২৪ইং। মামলায় মোঃ মিলন ছাড়াও তার পিতা মোঃ মিজান খা’কে আসামী করা হয়। মামলাটি ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ প্রদান করেন আদালত। ডিবি পুলিশ তদন্ত করে গত ৩০ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলার বিষয়ে অপরাধের সত্যতা প্রমাণিত হয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।
প্রতারক মিলনকে আদালত কারাগারে পাঠানোয় সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী পরিবার জানান, আমরা আদালতের নিকট ন্যায় বিচার প্রত্যাশা করি।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ |
এশা | রাত ৭:৪৪ |
আপনার মতামত কমেন্টস করুন