শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লার ডিক্রিরচর এলাকায় ধলেশ্বরী নদী থেকে ইটবাঁধা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ শাহজালাল।
নিহত পুরুষের বয়স আনুমানিক ৫০ বছরের ঊর্ধ্বে হবে বলে ধারণা পুলিশের।
“মরদেহটির উভয়পাশে ইটের বস্তা বাঁধা ছিল। মরদেহের অবস্থা অনুযায়ী তার মৃত্যু অন্তত ৬-৭ দিন আগে হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে৷ ওই ব্যক্তি হত্যার শিকার হয়েছেন এবং লাশ গুমের জন্য নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছি।”
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানিয়ে পরিদর্শক শাহজালাল বলেন, ‘মরদেহের মুখের অংশ বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। তবে প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
সন্ধ্যা পৌনে ৮টা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ |
এশা | রাত ৭:৪৪ |
আপনার মতামত কমেন্টস করুন