বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় পুলিশের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপির সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শামসুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ।
গত বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপির টানা হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালীন আড়াইহাজার থানায় মামলাটি করেছিল পুলিশ। ওই মামলায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকেও আসামী করা হয়েছিল।
আদালতে গিয়াসের পক্ষে জামিন শুনানি করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, ‘সরকার আইনের তোয়াক্কা না করেই বিরোধী দলের নেতাকর্মীদের উপড় স্টিম রোলার চালাচ্ছে। তারই অংশ হিসেবে একটি মিথ্যা মামলায় মুহাম্মদ গিয়াস উদ্দিনকে কারাগারে প্রেরণ করে। তাকে যে মামলায় কারাগারে নেয়া হয়েছে এই মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক। ঘটনার সময়ে তিনি নারায়ণগঞ্জেই ছিলেন না। সেই মামলায় তাকে আসামী করা হয়।’
এদিকে, আদেশের পর গিয়াসউদ্দিনকে পুনরায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে জানান পুলিশ পরিদর্শক রশীদ।
এর আগে গত ১২ মে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা এক মামলায় ঢাকার একটি আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন