বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লায় কলেজ ছাত্রীকে (১৭) ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামী তামিম আহম্মেদ (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ মে) ভোর রাতে তাকে জেলার বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে মঙ্গলবার (১৪ মে) দুপুরে ভুক্তভোগী কলেজ ছাত্রী বাদী হয়ে তামিমকে আসামী করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত তামিম আহম্মেদ কুমিল্লা জেলার তিতাস থানার জগতপুরের খালেক সরকারের পুত্র।
মামলায় কলেজ ছাত্রী অভিযোগ করেন, অভিযুক্ত যুবকের সাথে নারায়ণগঞ্জের একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়ুয়া তরুণী ফতুল্লার ভূইগড়ে একই এলাকায় ভাড়ায় বসবাস করে আসছিলো। কলেজে যাতায়াতের পথে অভিযুক্ত যুবক প্রায় সময় বাদীকে প্রেমের প্রস্তাব দিতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে। বাদীকে নিয়ে প্রায় সময় বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে বিয়ে করার কথা বলে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। বিয়ে করার কথা বললে শুধু সময় কালক্ষেপন করতো। সর্বশেষ ২৭ এপ্রিল বাদীর পরিবারের লোকজন বাসায় না থাকায় দুপুর দুইটার দিকে অভিযুক্ত বাদীর বাসায় ধর্ষণ করে। পরবর্তীতে বাদী বিয়ের কথা বললে অভিযুক্ত আসামী বিয়ে করবেনা বলে জানিয়ে দেয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ জুয়েল জানান, অভিযুক্ত আসামী তামিমকে বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন