বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
নারায়ণঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুলের প্রচারণা শেষে ফেরার পথে তার কর্মী-সমর্থকরা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মদনপুর অটোরিকশা স্ট্যান্ডে তাদের উপর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এমএ রশীদের কর্মীরা হামলা চালান বলে অভিযোগ মুকুলের।
এতে তার তিনজন সমর্থক আহত হয়েছেন বলে জানান চিংড়ি প্রতীকের এ চেয়ারম্যান প্রার্থী। তারা হলেন- মুকুলের শ্যালক মোহাম্মদ সোহেল, সমর্থক শ্যামল ও মোস্তাক।
মুকুলের ছেলে রেজানুর রহমান রূপণ বলেন, মদনপুরে প্রচারণা শেষে তারা ফিরছিলেন৷ তার বাবা আগের গাড়িতে চলে যাবার পর অটোরিকশার জন্য স্ট্যান্ডে অপেক্ষারত অবস্থায় তাদের উপর কয়েকজন যুবক হামলা চালান।
হামলাকারী যুবকেরা ক্ষমতাসীন দলে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী দোয়াত-কলম প্রতীকের এমএ রশীদের কর্মী ছিলেন বলে অভিযোগ করেন রূপণ।
এ ঘটনায় মৌখিকভাবে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ জানানো হয়েছে। আগামীকাল রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে আতাউর রহমান মুকুল বলেন, ‘বন্দরে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিরাজ করছিল। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রশীদ সাহেব এ কাজ করাচ্ছেন। আজকে এ হামলার মধ্য দিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থী তার শক্তি প্রদর্শন করতে চাচ্ছেন। নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে এ ঘটনার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’
তবে এ হামলার ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান দোয়াত-কলম প্রতীকের প্রার্থী বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশীদ।
তিনি বলেন, ‘এ হামলার বিষয়ে তো আমি ঘুনাক্ষরেও জানি না। ওনার সাথে তো আমার ভালো সম্পর্ক। এমনটা হলে উনি তো আমাকে জানাতে পারতেন৷ এটা একটা বানানো ঘটনা। সত্য হলে উনি আমাকে বলতেন, তখন আমি তার প্রতিকার করতাম।’
যদিও হামলার বিষয়ে জানতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাকে তার মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।
এদিকে, বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, তিনি এ বিষয়ে অবগত নন।
‘প্রার্থীর বা তার কোনো সমর্থকের পক্ষ থেকে এখনও আমি কোনো অভিযোগ পাইনি। তবে, আমি এ বিষয়ে খোঁজ নেবো। সত্যতা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে’, যোগ করেন তিনি।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন