বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
আড়াইহাজারে শ্বশুরবাড়িতে গোলনাহার (২৫) নামের এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলনাহার একই গ্রামের মৃত রহিম মিয়ার মেয়ে এবং রিপন মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী পূর্বপাড়া ব্রিজসংলগ্ন গৃহবধূর স্বামী মো. রিপনের বাড়িতে মুরগি রান্নাকে কেন্দ্র করে দেবর আরিফ ও স্বামী রিপনের সঙ্গে ঝগড়ার সময় চুলের মুঠি ধরে মারধর করলে গোলনাহার গুরুতর আহত হন।
এ সময় স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধূ দুই সন্তানের জননী।
নিহতের ভাই আব্দুল হক বলেন, ‘সাত-আট বছর আগে তার বোন গোলনাহারের সাথে একই গ্রামের রাজ্জাকের ছেলে রিপনের বিয়ে হয়। এর পর থেকে বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হতো। যৌতুকের জন্য এর আগেও কয়েকবার মারধর করা হয়েছে। আমি এর বিচার চাই।’
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ ঘটনা নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন