বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বদিউজ্জামান হত্যা মামলায় জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতারের পর দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হায়দার আলীর আদালতে প্রেরণ করে।
মামলার বিবরণে জানা যায়, গত ৫ আগস্ট সকালে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন পণ্ড করতে ককটেল বিস্ফোরণ সহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হন বদিউজ্জামান। পরে গুরুতর অবস্থায় তাকে সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর নিহত বদিউজ্জামানের স্ত্রী আদুরি বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান সহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের ৩৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।
বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত বদিউজ্জামান হত্যা মামলায় আব্দুল কাদিরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে”।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ কাইউম বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী আসামী আব্দুল কাদিরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে”।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন