শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের কলতাপাড়া মীরেরটেক এলাকায় মো.বিল্লাল হোসেন নামের এক পঞ্চাশোর্ধ একজনকে শিরচ্ছেদ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে শিরচ্ছেদ করে হত্যার পর মাথা নিয়ে যায়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের জঙ্গলে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের জন্য ক্রাইম সিনের সদস্যদের খবর দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধার করা হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোনারগাঁ থানার ওসি মো. রফিকুল ইসলাম ও তালতলা ফাঁড়ির ইনচার্জ মো. আহসানউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত বিল্লাল হোসেন কলতাপাড়া মীরেরটেক গ্রামের মৃত রেহাজউদ্দিনের ছেলে।
নিহতের চাচাতো ভাই লোকমান হোসেন জানান, সোমবার রাত ৮ টার দোকান বন্ধ করে বাড়ি ফেরার উদ্দেশ্য রওনা হলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন মোবাইল ফোনে কল দিলেও ফোন রিসিভ করেননি। পরে সকালে বাড়ির পেছনের জঙ্গলে তার ছেলে ফয়সাল হোসেন তার বাবার দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে হত্যাকান্ডের বিষয়টি জানাজানি হয়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ ক্রাইমসিনের জন্য নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখে।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন,ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধারের জন্য ক্রাইমসিনের সদস্যদের খবর দেওয়া হয়েছে। হত্যাকান্ডের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হবে।
Dhaka, Bangladesh শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ২৯ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
এশা | রাত ৭:৪৩ |
আপনার মতামত কমেন্টস করুন