শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
সোনারগাঁয়ে নির্মাণাধীন একটি স্টিল কোম্পানিতে পরিবেশ অধিদফতরের কর্মকতা পরিচয়ে অভিযান চালাচ্ছিলেন তিন ব্যক্তি। এসময় চারজনকে গ্রেফতার করে পুলিশ। একইসময়ে তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
মঙ্গলবার (৮ জুন) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় এ্যাম্পেয়ার স্টিল কোম্পানি থেকে তাদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।
বুধবার (৯ জুন) দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, দিনাজপুরের বিরামপুরের পূর্ব জগন্নাথপুর গ্রামের জমিরউদ্দীন মণ্ডলের ছেলে মুজাহিদুল ইসলাম মানিক, নাটোরের নালপুরের গণ্ডবিল গ্রামের আব্দুল লতিফের ছেলে সাইফুল ইসলাম সেন্টু, ডেমরার রামৈল গ্রামের জমির আলীর ছেলে কামরুজ্জামান ও ময়মনসিংহের ধোবাউড়া থানার জাঙ্গালিয়া পাড়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. সরাফ মিয়া।
জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় অ্যাম্পেয়ার স্টিল কোম্পানিতে পরিবেশ অধিদফতরের কর্মকর্তা পরিচয়ে ভেতরে প্রবেশ করেন অভিযুক্তরা। এসময় ওই কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন কাগজপত্র দেখতে চান তারা। কাগজপত্রে সমস্যা আছে বলে মীমাংসার জন্য পাঁচ লাখ টাকা দাবি করেন তারা।
পরে বিষয়টি অ্যাম্পেয়ার স্টিল কোম্পানির মালিক আবুল কালামকে অবগত করা হয়। কিন্তু ওই ভুয়া কর্মকর্তাদের সঙ্গে কথা বলার একপর্যায়ে কোম্পানির লোকজনের সন্দেহ হয়। তাদের আটক করে পুলিশে খবর দেন তারা।
Dhaka, Bangladesh শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ২৯ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
এশা | রাত ৭:৪৩ |
আপনার মতামত কমেন্টস করুন