শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
সোনারগাঁয়ে কাভার্ডভ্যান ও মোটর সাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।রবিবার (১৭ জানুয়ারি) সকালে এশিয়ান হাইওয়ের উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাগর মিয়া (৪০)। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নিহত সাগর মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কারারহাট গ্রামের মাহতাব মিয়ার ছেলে। তিনি সোনারগাঁয়ে মীরেরটেক এলাকায় ভাড়া থাকে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার জামপুর ইউনিয়ন এশিয়ান হাইওয়ে বস্তল এলাকা দিয়ে রবিবার সকালে সাগর মিয়া তার ব্যবহৃত মোটর সাইকেলযোগে রূপগঞ্জে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় রাস্তায় কুয়াশা থাকায় বিপরিত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাগর মিয়া রাস্তা থেকে মোটরসাইকেল নিয়ে ছিটকে সড়কের ঢালুতে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
Dhaka, Bangladesh শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ২৯ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
এশা | রাত ৭:৪৩ |
আপনার মতামত কমেন্টস করুন