বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা : সিদ্ধিরগঞ্জের এসও ঘাট এলাকার খবির উদ্দিন ভ্যারাইটিজ ষ্টোরের সামনে ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজ চক্রের ২ জন সক্রিয় সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বিকালে মোঃ তহিদুল ইসলাম পিয়াস (২৮) ও মোঃ পারভেজ হোসেন দীন ইসলাম (২৬) নামের দুইজনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ২,৬৪৫ টাকা ৩টি চাঁদা আদায়ের রশিদ বই ও ১টি চাঁদা আদায়ের রেজিষ্টার উদ্ধার করা হয়।
র্যাব জানায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এসও ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক থামিয়ে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে দৈনিক প্রতি ট্রাক থেকে ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। দীর্ঘদিন ধরে মাজহারুল ইসলাম সুমনের নেতৃত্বে তারা এসও ঘাট এলাকায় চলাচলরত ভারী পণ্য বোঝাই ট্রাক ড্রাইভার ও হেলপারদের থেকে বলপূর্বক চাঁদা আদায় করে আসছে
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন