বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে আমদানি করা ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ ধ্বংস করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে আদালতের নির্দেশে মদগুলো ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন)।
এর আগে ২৩ জুলাই র্যাবের অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবৈধভাবে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩৭ কোটি টাকা। এর পর অভিযান চালিয়ে এ অবৈধ চালান আমদানি কারবারের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. নাজমুল মোল্লা (২৩), মো. সাইফুল ইসলাম সাইফুল (৩৪)। এরই ধারাবাহিকতায় ২৪ জুলাই সকালে বিমানবন্দর এলাকা থেকে এ চক্রের অন্যতম হোতা আব্দুল আহাদকে (২২) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা মাদক আমাদানি ও বিক্রির সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে র্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেই জিরো টলারেন্সকে সামনে রেখেই র্যাব মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করে আসছে। কোনো মাদক কারবারিকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন