বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
সিদ্ধিরগঞ্জে রাতভর সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ অভিযানে ৯ জন ছিনতাইকারী ও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো- শ্যামল, শহিদুল, ইসলাম স্বপন, হিমেল, জাহিদ, ফয়সাল, রতন, সোহেল, আকাশ, মোক্তার হোসেন এবং মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন। এসময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ পিস ইয়াবা, ১০ পুড়িয়া গাজা এবং ছিনতাইকারীদের কাছ থেকে ৬টি মোবাইল, ৩৫০০ টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত ৫টি চাকু, ২টি চাপাতি উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারীরা পেশাদার এবং এদের বিরূদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছে দুই ভুক্তভোগী এবং গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর বিরূদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আগে থেকেই মামলা রয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন