বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় রসুলবাগ ক্যানেল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।
গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালী চাটকেল দিঘিরপাড়ের মৃত আব্দুল ছাত্তারের ছেলে মো. রিপন (৩১), মুন্সিগঞ্জের শ্রীনগরের তন্তর এলাকার মো. সেলিমের ছেলে মো. রিয়াজ (৩০), ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের তিলককান্দী এলাকার মো. মহাসিনের ছেলে নুর ইসলাম (২৭), ময়মনসিংহ গফরগাওয়ের ইথরী এলাকার মৃত স্বপন মিয়ার ছেলে মো. শরিফ (২২), কুমিল্লার মেঘনার কান্দারগাও এলাকার দয়াল গাজীর ছেলে আল আমিন (২১), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার আলম হোসেনের ছেলে মো. আসিফ (১৮), শরিয়তপুরের পালং থানার দক্ষিণ কেবলনগর এলাকার সোহান শেখ (১৮)। আসামিদের কাছ থেকে ৩টি সুইচ গিয়ার চাকু, ২টি জিআই পাইপ উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ ক্যানেলের পাড় কাঁচা রাস্তার পশ্চিম পাশে মোহাম্মদ আলীর বাড়ীর উত্তর দিকে ফাঁকা জায়গা থেকে ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। তারা নারায়ণগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়, ছিনতাই ও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন