বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নূপুর আক্তার (২৬) নামের এক গৃহবধূকে গলায় ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুপুর আক্তারের স্বামী মোঃ রবিউল ইসলাম বাবুকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুপুর বরিশালের শাহজাহান চৌকিদারের মেয়ে। তারা স্বামী-স্ত্রী সিদ্ধিরগঞ্জে মিজমিজি এলাকায় ভাড়া থাকতেন।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ওয়াসিম জানান, স্থানীয়দের বরাতে জানতে পারি ভিকটিমকে তার স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন। এরপর স্থানীয়রা নূপুরের স্বামীকে আটক করে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দেন। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং রবিউল ইসলাম বাবুকে আটক করে থানায় নিয়ে আসি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, স্বামীকে জিজ্ঞাসাবাসের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন