বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : ফতুল্লায় যাত্রী সেজে চালক বেলাল মিয়াকে (৩০) হত্যা করে নদীর পাড়ে ফেলে দিয়ে ইজিবাইক ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে ১২ টায় ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায়। এ ঘটনায় নিহতের স্ত্রী আছিয়া(২১) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়। নিহত চালক বেলাল মিয়া রংপুর জেলার পীরগঞ্জ থানার কাদিরাবাদ এলাকার মৃত.সেকান্দার আলীর ছেলে। সে ফতুল্লার শাসনগাও এলাকার শাহী মসজিদের পাশে হালিম মিয়ার বাড়িতে স্ত্রী নিয়ে ভাড়ায় বসবাস করতো। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলো ফতুল্লার ধর্মগঞ্জ মুন্সি বাড়ির নুরুল হকের ছেলে জাহিদ হাসান(২৭) , মুন্সিগঞ্জের সিরাজদীখানের কালিনগর এলাকার মৃত নুর ইসলামের ছেলে রকিব (২৫)। সে চর কাশিপুর দিঘলীপট্টি এলাকার বসবাস করে। শরীয়তপুরের নড়িয়ার মৃত খলিল মোল্লার ছেলে বোরহান (২২)। সেও চর কাশিপুর এলাকার শাহিনের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সরকার জানান, রোববার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে একদল ছিনতাইকারী চালক বেলালকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ বুড়িগঙ্গা নদীর তীরে ফেলে দেয়। এরপর ইজিবাইক নিয়ে পালানোর সময় বেলালের এক বন্ধু তা দেখে তিনজনকে আটক করে। তখন বেলালের বিষয়ে জানতে চাইলে আটক তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করে পিটুনি দিলে তারা নদীর তীরে নিয়ে পরে থাকা বেলালের মৃতদেহ দেখিয়ে দেয়।এ সময় অটোরিক্সা সহ রক্তমাখা ছুরি উদ্বার করা হয় বলে তিনি জানান। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, রোববার রাতে তিনজন ছিনতাইকারী যাত্রী সেজে শহরের চাষাড়া হতে ইজিবাইক চালক বেলালকে বক্তাবলী যাওয়ার জন্য ৯০ টাকা ভাড়া করে। বক্তাবলী ফেরিঘাট পৌছালে বেলালকে ধারালো ছোড়া দিয়ে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন ও অন্য ইজিবাইক চালকরা তিন ছিনতাইকারীদের আটক করে৷ পরে তাদের দেয়া তথ্যমতে রক্তাক্ত অবস্থায় নদীর পাড় বেলালকে উদ্ধার করে বাঁচানোর জন্য হাসপাতালে নেয়া হলেও ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আর হত্যাকান্ডে জড়িত গ্রেপ্তারকৃত তিন ছিনতাইকারীকে আদালতে প্রেরণ করা হবে।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন