বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অভিযান থেকে বাঁচতে উল্টো পথে ব্যাটারিচালিত রিকশা নিয়ে পালাতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় ইয়াসির (৩৮) নামের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আশরাফুল (৩২) নামের একজন আহত হয়েছেন।
সোমবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসির ডেমরার আমুলিয়া এলাকার আবদুল হাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সানারপাড় ও মাদানীনগর মাদরাসার সামনে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা বিরোধী অভিযান চলছিল। অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহার। অভিযানের বিষয়টি টের পেয়ে যাত্রীসহ উল্টো পথে ব্যাটারিচলিত রিকশা ঘুরিয়ে নেয়ার চেষ্টা করেন চালক। এ সময় একটি পিকআপ ভ্যান এসে রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী ইয়াসির মারা যান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পিকআপভ্যান ও রিকশাচালক পালিয়ে গেছেন। তবে পিকআপ ও রিকশা থানা হেফাজতে রয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন