শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের লামাপাড়া নয়ামাটি এলাকাটি যেন এখন সন্ত্রাসী ও অপরাধীদের দূর্গ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। স্থানীয় বিভিন্ন শীর্ষ মাদক সম্রাট ও অপরাধীদের নয়নমনি চুন্নু ও মিথুনের সাথে সখ্যতা গড়ে তুলে স্বৈরাচারী শেখ হাসিনার দেশত্যাগের পরও গডফাদার শামীম ওসমানের অন্যতম সৈনিক শাহ নিজামের প্রেতাত্মা এ চুন্নু-মিথুনগংদের প্রকাশ্যে আনাগোনা যেন আবারও ভাবিয়ে তুলেছে সেখানে বসবাসকারীদের।
ব্যাপক তথ্যানুসন্ধানে জানা যায়, শাহ নিজামের অপরাধের আখড়া হিসেবে খ্যাতি পাওয়া নম পার্কেই ছিলো চুন্নু-মিথুনগংদের ব্যাপক আসা-যাওয়া। সরকারী জমির উপর গড়ে উঠা নম পার্কের আশেপাশে বিভিন্ন মানুষের ক্রয়কৃত সম্পত্তিগুলো এ চুন্নু ও মিথুনগংরা ভয় দেখিয়ে নিজামের কাছে টাকাবিহীনভাবেই দিতে বাধ্য করাতো। ভুমিদস্যুতা ছাড়াও মাদকসহ এমন কোন অপকর্ম বাদ ছিলোনা যা শাহ নিজামের শেল্টারে চুন্নু-মিথুনরা করেনি। গত ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে গডফাদার শামীম ওসমানসহ তার দোসর শাহনিজামরাও পলাতক রয়েছে। কিন্তু পলাতক হয়নি নয়ামাটি লামাপাড়া এলাকার কুখ্যাত অপরাধ জগতের শিরোমনি চুন্নু-মিথুনরা। মুহুর্তের মধ্যেই ভোল পাল্টে এখন বীরদর্পে এলাকাতেই প্রকাশ্যে ঘোরাফেরা করছে তারা। আর শুরু করেছে পুরোনো সেই অপরাধকর্ম।
স্থানীয়রা জানান, বিএনপির কতিপয় নেতাদের সাথে আতাত করেই পুনরায় তৈরী করছে তাদের অপরাধের দূর্গ। নয়ামাটি এলাকায় ইউরোটেক্সের পাশেই প্যান্ডেল তৈরী করে চলছে চুন্নু-মিথুনগংদের প্রকাশ্যে আড্ডা। শাহ নিজামের প্রেতাত্মা চুন্নু-মিথুনগংরা এখনও ওৎ পেতে রয়েছে এলাকাতে অরাজকতা তৈরীতে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক স্থানীয় বাসিন্দা বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে গডফাদার শামীম ওসমানের নির্দেশে শাহ নিজামের শেল্টারে জুলাই মাসের পাশাপাশি ৪ আগষ্টেও নিরীহ ছাত্রদের উপর অস্ত্র হাতে নিয়ে ঝাপিয়ে পড়ে ছিলো চুন্নু-মিথুনসহ তার সাঙ্গপাঙ্গরা। গডফাদার শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমানসহ এ চুন্নু-মিথুনরাও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বৃষ্টির মত গুলি ছোড়ে।
শেখ হাসিনাসহ তার সাঙ্গপাঙ্গরা যখন পালিয়ে গেছে কিন্তু তার দোসররা এখনও বাংলার জমিনে আবারও রক্ষক্ষয়ী তান্ডবলীলা চালাতে প্রস্তুত রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন নয়ামাটি লামাপাড়া এলাকার চুন্নু-মিথুনগং। কারন ইতিপুর্বে এ চুন্নু ও মিথুনসহ তাদের বাহিনীর সদস্যরা বেশ কয়েকবার অস্ত্রসহ আইন-শৃংখলা বাহিনীর কাছে আটক হয়েছেন। তাই স্থানীয়দের দাবী অনতিবিলম্বে যেন চুন্নু ও মিথুনগংদেরকে জেলা পুলিশ ও সেনা সদস্যরা গ্রেফতার করেন। এবং তাদের কাছে মজুদকৃত অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের ব্যবস্থা গ্রহন করেন।
স্থানীয়রা আরও জানান, শাহ নিজামের প্রেতাত্মা চুন্নু ও মিথুনের অপরাধ জগতের অন্যতম সক্রিয় সদস্যরা হলেন, পিয়ার আলীর ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী বিল্লাল ও ইমরান, জনি, আসিফ, আল-আমিন, হৃদয়, মামুন, দূর্ধর্ষ মিথুনের দু’সহোদর রিপন ও রাসেল, চুন্নুর আপন চাচা মনু মিয়া প্রমুখ। এ দুইজনের বিভিন্ন অপরাধ জগতের প্রতিটি কাজই তাদের মাধ্যমে সংগঠিত হয়।
তারা আরও জানান, বিভিন্ন এলাকা থেকে এসে আশ্রয় নেয়া চুন্নু ও মিথুনের সহযোগীরা এখনও এলাকাতে অপরাধকর্ম চালিয়ে যাচ্ছে পাশাপাশি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে রাতের আধারে চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করছে চুন্নু ও মিথুনের সহযোগিরা। কয়েকদিন আগেও স্থানীয় মসজিদের মাইকে ডাকাতি সর্ম্পকে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হয়েছে কিন্তু স্থানীয়রা তাদের বাসা থেকে বের হয়ে দেখেন যে সকল অপরাধীরা চুন্নুর বাড়ির সামনে অবস্থান করছে। পরে চুন্নু উক্ত ব্যক্তিগুলোকে নিজের লোক বলে স্থানীয়দের সরিয়ে দিয়ে নিজের বাড়িতে নিয়ে যান।
স্থানীয়দের দাবী, নয়ামাটি লামপাড়া এলাকা হতে চুন্নু-মিথুনগংদের দ্রুত গ্রেফতার করে তাদের কাছে থাকা অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের জন্য জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদয় হস্তক্ষেপ কামনা করেন। যদি তাদেরকে দ্রুত আইনের আওতায় না নেয়া হয় তাহলে নয়ামাটি লামাপাড়া এলাকায় প্রানহানির মত ঘটনা ঘটার আশংকা করছেন স্থানীয়রা।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ |
এশা | রাত ৭:৪৪ |
আপনার মতামত কমেন্টস করুন