মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনায়নপত্র বিক্রির ২য় দিনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামীলীগের ৭ প্রার্থী। তারা ধানমন্ডি দলীয় কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গত ২২ জুলাই সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মৃত্যুবরণ করার পর এ আসনটিকে শুন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন। কমিশনের নিয়মনুযায়ী আসন শুন্য ঘোষণার ৩ মাসের মধ্যে উপ নির্বাচন করতে হবে। সে অনুযায়ী গত ২রা সেপ্টেম্বর উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিলে ঘোষণা করা হয় আগামী ১৩সেপ্টেম্বর মনোয়নের শেষ তারিখ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪সেপ্টেম্বর, মনোনয়নপত্র বিষয়ে কোন আপত্তি থাকলে তা আপিলের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, আপিল নিস্পত্তির শেষ তারিখ ১৮সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর, প্রতিক বরাদ্ধ ২০ সেপ্টেম্বর ও নির্বাচনের তারিখ ৭ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
তফসিল ঘোষনার পরই গতকাল রবিবার থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেন বর্তমান ক্ষমতাশীন দলের নেতারা। দলীয় মনোনয়নপত্র সংগ্রহে রয়েছেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির আহবায়ক এ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল ওমর বাবু, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, মোশাররফ হোসেনের ছোট ভাই মনির হোসেন ও জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম। মনোনয়নপত্র সংগ্রহ করে প্রার্থীরা জানান, তারা দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্রলীগ থেকে শুররু করে আওয়ামীলীগের আহবায়ক কমিটতে রয়েছেন অনেকে। স্বপদে তারা সবাই নিজেকে যোগ্য মনে করেছেন সে জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দল যাবে ভাল যোগ্য মনে করবেন তাকেই মনোনয়ন দিবেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
এশা | রাত ৭:৪৭ |
আপনার মতামত কমেন্টস করুন