বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
আড়াইহাজার বাজারে বিএনপি (সুমন সমর্থিত) দলীয় কার্যালয়ের গেইট ভাংচুর করে গেইটে থাকা ব্যানার লুটপাট করে নিয়ে যাওয়া এবং আশ পাশের বিল্ডিংএর দেয়ালে লাগানো পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার রাতের কোনও এক সময় কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বলে জানান মাহমুদুর রহমান সুমনের সমর্থকেরা। অভিযোগ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
জানা গেছে, আড়াইহাজারের বিএনপি বর্তমানে চারটি বলয়ে বিভক্ত। এর মধ্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থী। তিনি তার নিজস্ব জায়গায় বিএনপির একটি অফিস স্থাপন করেন।
তার সমর্থিত নেতা-কর্মীরা জানান, সোমবার রাত ১০টা পর্যন্ত আমরা অফিসে ছিলাম এবং ওই সময় পর্যন্ত সব কিছু ঠিকাঠাক ছিল। কিন্তু মঙ্গলবার সকালে এসে দেখি আমাদের প্রধান গেইট ভেঙ্গে গেইটসহ গেইটে থাকা ব্যানার কে বা কারা লুটে নিয়েছে এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মাহমুদুর রহমান সুমনের বাবা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এ এম বদরুজ্জামান খসরু এবং সুমনের ছবি সম্বলিত আশ পাশের বিল্ডিংএর দেয়ালে লাগানো পোষ্টার গুলো ছিড়ে ফেলেছে।
বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন অভিযোগ করে বলেন, এখোনো আওয়ামী লীগের দোসররা অপকর্ম করে যাচ্ছে। আমি এই ঘটনায় তদন্ত করার জন্য দাবী জানাচ্ছি।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন