সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। সোমবার ০১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন।
বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব বলেন, একটি রাষ্ট্রকে উন্নত করতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। তাই উপযুক্ত নাগরিক হিসেবে গড়তে শিশুদেরকে শিক্ষিত করে তুলতে হবে। বর্তমান সরকার বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরেছে। এর মূল ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাধারণ শিক্ষক সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ নূরুল কবির, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য তাহমিনা, শিক্ষক আবু সাইদ, হাবিবুর রহমান ও মোঃ মজিবর রহমান প্রমুখ।
Dhaka, Bangladesh সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ২৪ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৫ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
এশা | রাত ৭:৪৮ |
আপনার মতামত কমেন্টস করুন