সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় একটি বহুতল ভবন ও একটি সেমিপাকা টিনশেড ঘরের মাঝখান থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ফতুল্লা মডেল থানা ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যৌথ অভিযানে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় সৌদি প্রবাসী হাবিবুর রহমানের মালিকানাধীন একটি বহুতল ভবন ও মালা ফকিরের মালিকানাধীন একটি সেমিপাকা টিনশেড ঘরের মাঝখানে পড়ে আটকে যান যুবক বয়সী ওই ব্যক্তি। পরে সেখানেই তার মৃত্যু হয়।
এলাকাবাসীর ধারণা, চুরি করার উদ্দেশ্যে হাবিবুর রহমানের মালিকানাধীন বহুতল ভবনের পাইপ বেয়ে ওঠার চেষ্টা করতে গিয়ে দুই ভবনের চিপায় পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে টিনশেড সেমিপাকা ঘরের দেয়াল আংশিক ভেঙ্গে লাশটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ জানান, লাশ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টারিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Dhaka, Bangladesh সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ২৪ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৫ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
এশা | রাত ৭:৪৮ |
আপনার মতামত কমেন্টস করুন