মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা : সদর উপজেলার ইউএনও নাহিদা বারিক করোনা ভাইরাস সম্পর্কে নারায়ণগঞ্জবাসীকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে আতংক না হয়ে আমরা সবাই আরও অধিকতর সচেতন হই।
একমাত্র সচেতনতার মাধ্যমেই এই ভাইরাসটাকে আমরা প্রতিরোধ করতে পারি। তাই এখন আমাদের সকলের উচিৎ সচেতনতার সাথে জীবন-যাপন করা। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে গণমাধ্যমের মাধ্যমে এ আহবান জানান তিনি।
নারায়ণগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, করোনা ভাইরাস বাংলাদেশে এখনও তেমনভাবে ছড়ায়নি তবুও বাংলাদেশ সরকার এটাকে অনেক গুরুত্ব দিয়ে দেখছেন।
তারই রূপ-রেখায় শহরের শায়েস্তা খান সড়কে নির্মিত জুডিশিয়াল ভবনে ওই ৫০টি শয্যার ইউনিট খোলা হয়েছে। যদিও এখন পযন্ত এখানে কোনো রোগী নেই। ভবিষ্যৎ এর কথা চিন্তা করে আগে থেকেই এই প্রস্ততি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা, সবসময় সাবান দিয়ে হাতে ধোয়া; অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে। সচেতন থাকাটাই মূল বিষয়। হাঁচি ও কাশি দেওয়ার সময় নাক ও মুখ ঢেকে রাখুন। বাইরে বেরোনোর সময় মাস্ক ব্যবহার করুন। আমাদের সকল বিষয়ে সচেতন থাকতে হবে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
এশা | রাত ৭:৪৭ |
আপনার মতামত কমেন্টস করুন