সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : একুশে গ্রন্থমেলায় প্রকাশ হলো সাহিত্যের ত্রৈমাসিক সংকলন ‘রৌদ্রছায়া’র বিশেষ সংখ্যা ‘মা’। নবীণ প্রবীণ ৬৮ জন লেখকের লেখা নিয়ে এবারের বিশেষ সংখ্যা। রৌদ্রছায়া’র সম্পাদক আহমেদ রউফ নিজেই এই সংখ্যাটিতে প্রচ্ছদ একেঁছেন। অলংকরণ করেছেন শাহ্ আলম। প্রচার সম্পাদনায় রয়েছেন মৈনাক শিশির।
এ বিষয়ে জানতে চাইলে সাহিত্যের ত্রৈমাসিক সংকলন রৌদ্রছায়া’র উপদেষ্টা রণজিৎ মোদক বলেন, সন্তানের প্রতি মায়ের ভালবাসা অবিরাম। তাই মাকে স্মরণীয় ও বরণীয় করার লক্ষ্যে মায়ের প্রতি আমাদের যে ভালবাসা তা প্রকাশ পেয়েছে এই সংখ্যায়। রৌদ্রছায়া শুধু গল্প বা কবিতা নিয়ে নয় সাহিত্যপ্রেমীদের মনকাড়া একটি লিটলম্যাগ। যেমন প্রচ্ছদ তেমনি প্রতিটি গল্প, কবিতা, ছড়া ও স্মৃতিকথার ইলোস্ট্রেশন যেন মুগ্ধ করে। তার উপরে একজন গুণী এবং নিরলস পরিশ্রমী বিচক্ষণ সম্পাদকের হাতের ছোঁয়ায় সত্যিই রৌদ্রছায়া’র বিশেষ সংখ্যা ‘মা’ প্রশংসার দাবি রাখে।
রৌদ্রছায়া’র সম্পাদক আহমেদ রউফ বলেন, সাহিত্যের মাঝে আলোকিত জীবন গড়ার লক্ষ্যে, আমি একা নই সবাইকে নিয়ে আলোর মশাল হাতে এগিয়ে যেতে যাই। রৌদ্রছায়া তারই একটি প্রয়াস। প্রতিটি গল্প, স্মৃতিকথা, কবিতা ও ছড়ার মধ্যে রয়েছে আমাদের সবার গর্ভধারীনি মায়ের ভালবাসা, সুখ-দুঃখ ও স্মৃতির সুভাষ। অল্প সময়ে বইটি পড়ে পাঠক তার সাহিত্যের আত্মতৃপ্তি লাভ করবে।
Dhaka, Bangladesh সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ২৪ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৫ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
এশা | রাত ৭:৪৮ |
আপনার মতামত কমেন্টস করুন