শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ প্রতিপাদ্যকে মুলমন্ত্র করে ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অাবাবিল পাবলিক স্কুল বই উৎসব পালিত হয়েছে।বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের বই উৎসবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ করেছে অাবাবিল পাবলিক স্কুল। বুধবার ১ জানুয়ারি সকালে অাবাবিল পাবলিক স্কুল প্রাঙ্গনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরে বই বিতরণ করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃশাহিনুর ইসলাম। স্কুলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯ ওয়ার্ড এর জনতার কাউন্সিলর জনাব ফারুক অাহমেদ তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে। আমরা তার সার্বিক নির্দেশনায় বই তুলে দিতে পেরেছি। আলোর নীচে অন্ধকার থাকলে ভাল লাগেনা। তোমরা আলোকিত মানুষ হবে এটাই চাই। এজন্য তোমাদের ঠিকমত পড়ালেখা করতে হবে। এ সময় শিক্ষাবান্ধব এই সরকারের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকবৃন্দ।
Dhaka, Bangladesh শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ২৯ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
এশা | রাত ৭:৪৩ |
আপনার মতামত কমেন্টস করুন